নিজস্ব প্রতিবেদক :
দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ তৈরি করতে টাঙ্গাইলের গোপালপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার গত সোমবার দুপুরে তার কার্যালয়ে এক দরিদ্র শিক্ষার্থীকে কম্পিউটার প্রদান করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ উপস্থিত ছিলেন।
সাবেক সংবাদকর্মী আবু হানিফের মেয়ে এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন জিপিএ ৫ প্রাপ্ত দরিদ্র শিক্ষার্থী শারমীন আক্তার রিমার হাতে কম্পিউটারটি তুলে দেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার জানান, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায় ভালো ও উদ্বুদ্ধ করতে তিনি ব্যক্তিগত ভাবে শিক্ষার্থীদের কম্পিউটারসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করছেন।