আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


প্রকাশিত সংবাদের প্রতিবাদ

Image

গত ০৩/০৯/২০১৫ খ্রি. তারিখে বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন পত্রিকায় ‘গোপালপুর কলেজ অধ্যক্ষের অপসারনের দাবীতে শিক্ষকদের মৌন মিছিল ও মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। সংবাদে উল্লেখিত আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সমূহ মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত, বানোয়াট ও ভিত্তিহীন। গোপালপুর কলেজে আমি দায়িত্ব গ্রহনের পর থেকে সকলের সহযোগিতায় শিক্ষার মান, পরীক্ষায় পাশের হার ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। কলেজ সময়ে শিক্ষকদের প্রাইভেট পড়ানো নিষেধ, সকাল ১০টা থেকে আগমন করে নির্দিষ্ট সময় পর্যন্ত কলেজে অবস্থান করে ক্লাস গ্রহন এবং শিক্ষার মানোন্নয়নের কাজ করানো জন্য কতিপয় শিক্ষক এবং কুচক্রীমহল শিক্ষকদের জন্য উল্লেখিত কাজ থেকে সুবিধা/অব্যাহতি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষকদের ঐক্যবদ্ধ করে আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে অপসারনের জন্য আন্দোলনের নামে বিশৃঙ্খল কার্যকলাপে কলেজটি বর্তমানে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এতদাঞ্চলে শিক্ষারমান, ফলাফল ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হওয়া ডিজিটালাইজড এ কলেজটি কুচক্রীমহল ও সুবিধাবাদী শিক্ষকদের ষড়যন্ত্রের হাত থেকে রক্ষার জন্য গোপালপুরসহ দেশবাসীর কাছে আকুল আবেদন জানাচ্ছি।

সবশেষে আমি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

মোঃ আনোয়ারুল ইসলাম আকন্দ

অধ্যক্ষ, গোপালপুর কলেজ, টাঙ্গাইল।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!