নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টূর্ণামেন্ট গত বুধবার সূতী হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, গোপালপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. হালিমুজ্জামান তালুকদার, গোপালপুর সহকারী কমিশনার ভূমি নাজমা আশরাফি ও গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম প্রমুখ। খেলায় ( মেয়ে দল) নুঠুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে ভেঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। অপরদিকে ( ছেলেদল) বড়ুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২-১ গোলে পরাজিত করে হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে মেডেল, ক্রেস্ট ও গোলদাতাদের নগদ অর্থ প্রদান করা হয়।