* বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ
* বাংলাদেশ আওয়ামী লীগ
* বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
* সাংস্কৃতিক সংগঠন ‘মেঠোপথ’
কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
মুক্তিযোদ্ধা সংসদ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোপালপুর কমান্ড কাউন্সিলের উদ্যোগে গত ৩ জুলাই শুক্রবার নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, সহকারী পুলিশ সুপার (গোপালপুর সার্কেল), গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুছ ছোবহান তুলা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মওলানা আব্দুল কাদের গোলজারী।
বাংলাদেশ আওয়ামী লীগ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে গত ৭ জুলাই মঙ্গলবার স্বাধীনতা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুছ ছোবহান তুলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মো. রকিবুল হক ছানা, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. খাইরুল ইসলাম ।
মেঠোপথ
পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের উদ্যোগে গত ৮ জুলাই বুধবার সূতি ভিএম মডেল হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অটল শরীয়ত উল্লাহ। সংগঠনের সম্পাদক সোহানুর রহমান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুছ ছোবহান তুলা, কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম, সূতি ভিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. হারুন অর রশিদ বাদল প্রমুখ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার দলীয় কার্যালয়ে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের উপজেলা সভাপতি অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুস সালাম পিন্টু মুক্তি পরিষদের সভাপতি এ্যাডভোকেট চিত্ত রঞ্জন দাস নূপুর। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা উলামা দলের সভাপতি মো. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির গোপালপুর উপজেলা সাধারণ সম্পাদক আবু ঈসা মুনীম, সাবেক উপজেলা যুবদল সভাপতি কাজী লিয়াকত, উপজেলা বিএনপিরসহ ছাত্র বিষয়ক সম্পাদক ও ছাত্রদল সভাপতি মো. সাইফুল ইসলাম লেলিন, শহর ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।