নিজস্ব প্রতিবেদক:
কারিগরী সমস্যার দরুন একটানা ৫দিন ধরে বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় গোপালপুর উপজেলার চার ইউনিয়নের ২৫ হাজার একর থোড় বোরো ধান সেচের অভাবে বিনষ্ট হচ্ছে। জানা যায়, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি -১ ধনবাড়ি উপজেলার হাজরাবাড়ি সাবস্টেশনের ১ নং ফিডার থেকে গোপালপুর উপজেলার হাদিরা, ঝাওয়াইল, নগদাশিমলা ও হেমনগর ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ করে। গত ২৩ মার্চ জামালপুর পিডিবি ন্যাশনাল গ্রিড লাইনের খুঁটি বদলের নামে হাজরাবাড়ি সাবস্টেশনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। গত ২৫ মার্চ পর্যন্ত একটানা তিন দিন সেচ গ্রাহকরা এজন্য বিদ্যুৎ পায়নি। গত বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে বিদ্যুৎ চালুর এক ঘন্টার মধ্যে জামালপুর পিডিবির সাবস্টেশনের ব্রেকার ভেঙ্গে যাওয়ায় পুনরায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল শুক্রবার বিকালে পিডিবির ব্রেকার সচল করা হলেও লোভোল্টেজের দরুন সেচ মোটর চালানো যাচ্ছেনা। কৃষি অফিস জানায়, একটানা ৫দিন ধরে সেচ দিতে না পারায় ২৫ হাজার একর থোড় বোরো ধান বিনষ্ট হচ্ছে। পল্লী বিদ্যুতের গোপালপুর জোনাল ম্যানেজার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারিগরী সমস্যার সমাধান হলেই কৃষকরা বিদ্যুৎ নিয়মিত সরবরাহ পাবেন।