নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র ৩৬তম বার্ষিক সাধারণ সভা গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গোপালপুর ইউসিসিএ লিঃ এর সভাপতি মীর রেজাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও সচিব গোপালপুর ইউসিসিএ লিঃ মো. নাছির উদ্দিন।
উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার বিপ্লব মাহ্মুদ উজ্জ¦ল।
প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি ছিলেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠা-ু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (নারী) মরিয়ম আক্তার মুক্তা, বিআরডিবি টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আবু তালেব মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রকিবুল হক ছানা প্রমুখ।