নিজস্ব প্রতিবেদক:
শান্তি-সম্প্রীতি ও সমঝোতার দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সুজন-সুশাসনের জন্য নাগরিক টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকালে থানা মোড়ে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সুজন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্যের নেতৃত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, সহ-সভাপতি নূর নবী বালাম, সাধারণ সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, যুগ্ম সম্পাদক কে এম মিঠু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সাংস্কুতিক সম্পাদক রতন ঘটক, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, রনি সাহা প্রমুখ।