নিজস্ব প্রতিবেদক:
সুজন- সুশাসনের জন্য নাগরিক এর গোপালপুর উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক সম্মেলন অনুষ্ঠান গত ৪ ফেব্রয়ারি বুধবার বিকেলে সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সুজন- গোপালপুর শাখার সভাপতি মো: আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুজন কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ নাছির উদ্দিন। বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক সন্তোষ কুমার দত্ত, উপজেলা কমিটির সম্পাদক অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, সুজন- গোপালপুর পৌর কমিটির সভাপতি এনামুল হক চৌধুরী, সম্পাদক মাহবুব রেজা সরকার আতিক, অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবে এবং সর্বসম্মতিক্রমে অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্যকে সভাপতি ও মাহবুব রেজা সরকারকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট সুজন গোপালপুর উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহ সভাপতি নূরনবী বালাম, বদিউজ্জামান শিকদার, জোবায়েরুল হক, সন্তোষ কুমার দত্ত, আহম্মদ আলী, যুগ্ম সম্পাদক কে এম মিঠু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, প্রচার সম্পাদক মঈন উদ্দিন আকন্দ, সাহিত্য সম্পাদক এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক রতন ঘটক, অর্থ সম্পাদক গুলশান আরা, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মিন্টু, সমাজকল্যাণ সম্পাদক মাফরুহা ফেরদৌস, নির্বাহী সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ আতাউর রহমান, মোঃ সেলিম হোসেন, তুলসী সাহা, জহিরুল ইসলাম, আঃ কাদের। এদিকে কার্যনির্বাহী কমিটিকে পরামর্শদানের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টারা হলেন- অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, মো: আব্দুল লতিফ, অধ্যাপক হাবিবুর রহমান। অনুষ্ঠানের সুজনের পৌর ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।