নিজস্ব প্রতিবেদক:
মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র গায়েবানা জানাজা নামাজ গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গোপালুর পৌর শহরের সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক আবু ঈসা মুনিম, জামায়াতে ইসলামীর আমীর মু. হাবিবুর রহমান তালুকদার, ছাত্রদল সভাপতি ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম লেলিন ও বিএনপির নেতা-কর্মী ও সমর্থকসহ স্থানীয় জনগণ অংশ নেন।