আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুর থানায় চৌকিদার-দফাদারদের সমাবেশ ও বড়খানার আয়োজন

O.C-2

নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর থানার দফাদার-চৌকিদারদের কাজে উৎসাহ প্রদান ও দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে গতকাল ১৪ জানুয়ারী বুধবার দুপুরে গোপালপুর থানার দফাদার-চৌকিদারদের নিয়ে থানা চত্বরে বড়খানার আয়োজন করা হয়।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম এ খানার আয়োজন করেন। এখানে থানার পুলিশ স্টাফ, ৭টি ইউনিয়নের ১০জন দফাদার ও ৫৩জন চৌকিদারকে নিয়ে সমাবেশ ও দুপুরে মধ্যাহ্নভোজ করানো হয়।
ওসি জহিরুল ইসলাম এ বিষয়ে বলেন, দফাদার-চৌকিদার অধিকাংশই গরিব মানুষ। বর্তমান পরিস্থিতিতে তাদের কার্যক্রম ও তৎপরতা বৃদ্ধি, সাহস প্রদান, অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য আদান-প্রদান বৃদ্ধির জন্য টাঙ্গাইলের মাননীয় পুলিশ সুপারের নির্দেশক্রমে এ সমাবেশ ও খানার আয়োজন করা হয়েছে। এতে তাদের মনোবল ও কাজে আন্তরিকতা বৃদ্ধি পাবে বলে আশা করি।
এ প্রসঙ্গে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী গোপালপুর থানার সভাপতি ও মির্জাপুর ইউনিয়নের দফাদার সুজন চন্দ বলেন, আমার ১৭ বছরের চাকরির জীবনে প্রথম এ থানায় আমাদেরকে মূল্যায়ন করে খাওয়ার আয়োজন করেছে। এতে আমরা খুব খুশি। আজকে থেকে আমরা খুবই উজ্জ্বীবিত।
ধোপাকান্দি ইউনিয়নের চৌকিদার ভুটিয়া গ্রামের অধিবাসী আজমত আলী (৫৫) জানান, আমার ২৩ বছরের চাকরির জীবনে প্রথম আজ থানায় এভাবে একত্রে খেতে পেয়ে আমরা খুব খুশি।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!