সভাপতি রাজ্জাক সম্পাদক ছাইফুল
নিজস্ব প্রতিবেদক:
মো. আব্দুর রাজ্জাক ও মো. ছাইফুল ইসলাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্মচারী সংসদ (শ্রমিকলীগের অন্তর্ভুক্ত) এর সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ১৮ডিসেম্বর একযোগে সারাদেশের ২০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এত ৪৭৫জন জেলা কাউন্সিলর ভোটার) তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক ফুল প্রতীকে পান মোট ৪২৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাফেজা বেগম চেয়ার প্রতীকে পান ২২১ ভোট। সম্পাদক পদে মোঃ ছাইফুল ইসলাম ফুল প্রতীকে পান ৩৭৯ ভোট এবং তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ মফিজুল ইসলাম চেয়ার প্রতীকে পান ২৫৮ ভোট। এ ছাড়াও উক্ত নির্বাচনে ১৪ক্যাটাগরির ২৫টি পদে রাজ্জাক-ছাইফুল পরিষদ ফুল প্রতীক নিয়ে পূর্ণ প্যানেল বিজয় লাভ করে।