নিজস্ব প্রতিবেদক:
ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের শিক্ষকদের মাসিক সমম্বয় সভা আজ রবিবার সকাল ১১টায় জেলা পরিষদ ডাক বাংলো গোপালপুর হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা ফায়জুল আমীন সরকার, ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের উপপরিচালক মো. শরিফ উদ্দিন, গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইলের ফিল্ড অফিসার মোস্তাক আহম্মেদ প্রমুখ।
ফাউন্ডেশনের গোপালপুর অফিসের সুপার ভাইজার গোলাম ফারুক জানান, আজ উপজেলার বিভিন্ন এলাকার ৫৬জন শিক্ষক এ সভায় অংশ নেন। গোপালপুর উপজেলায় ২টি অফিসের আওতায় সহজ কুরআন শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।