নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির নব নির্বাচিত সম্পাদক, গোপালপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ইলিয়াস হোসেনকে আজ ২০ ডিসেম্বর বিকেলে সংবর্ধণা দেয় হয়।
এ উপলক্ষে গোপালপুর প্রেস ক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন অধ্যাপক বানীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, খন্দকার রুহুল আমীন, মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংবাদিক খন্দকার আব্দুস সাত্তার, আব্দুস সালাম, সন্তোষ কুমার দত্ত, অটল শরিয়ত উল্লাহ, সাইফুল ইসলাম, কে এম মিঠু, বিধান চন্দ্র রায়, সেলিম হোসেন প্রমুখ।
ইলিয়াস হোসেন বলেন, কাঙ্খিত লক্ষে স্থির থেকে কেউ যদি পরিশ্রম করে যায় তবে, সে লক্ষে পৌঁছবেই।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে ২০১৫ কার্যবর্ষের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারন সম্পাদক পদে ৮৪ (৪২৯) ভোট বেশি পেয়ে ইলিয়াস হোসেন বিজয়ী হন।