নিজস্ব প্রতিবেদক :
জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় ‘কৃষি প্রযুক্তিতে ভরবো দেশ, বদলে যাবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারণ অধিপ্তরের যৌথ উদ্যোগে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা গতকাল রোববার থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে স্থানীয় আসনের সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান এমপি প্রধান অতিথি হিসেবে বিকাল ৫টায় মেলার আন্ষ্ঠুানিক উদ্বোধন করেন।
পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহবুবউল আলম খাসনবিশ, হিসাব রক্ষণ অফিসার এবিএম রেজাউল হক, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার হায়দার আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সোবাহান তুলা, গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন অব বাংলাদেশ (ডিকেআইবি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোজাফফর আলী খান, গোপালপুর উপজেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।