নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরে জমে উঠেছে দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নির্বাচন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করে। বুধবার প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করেছে এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার।
সভাপতি পদে মো. বেলায়েত হোসেন ও এস এম মুকুল এবং সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন ও মো. হাবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নিবার্চনে মো. আব্দুল জব্বার সরকার প্রধান নির্বাচন কমিশনার ও মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ সুলতান মাহমুদ ছিন্টু, মো. আনোয়ার হোসেন এবং মো. এনামুল হক সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।
আগামী ২২ডিসেম্বর ১৬২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।