নিজস্ব প্রতিবেদক :
জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট টাঙ্গাইলের আয়োজনে মৃত্তিকা সম্পদ ব্যবস্থাপনা ও কৃষক সেবা (এসএমএফএস) প্রকল্পের সহযোগীতায় গোপালপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে ‘উপজেলা ভূমি ও মৃত্তিকা সম্পদ ব্যবহার নির্দেশিকা বিষয়ক ৫দিন ব্যাপী উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রশিক্ষণ’ কর্মশালা বৃহস্পতিবার বিকালে শেষ হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট টাঙ্গাইলের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আ খ ম মোর্শেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ রাকিবুল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ হায়দর আলী, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মোজাফ্ফর আলী খান, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইদ্রিস হোসেন, মোঃ আব্দুল হালিম প্রমুখ।
গত ৯ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেলোয়ার হোসেন মোল্লা, জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট টাঙ্গাইলের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ আ খ ম মোর্শেদুর রহমানসহ প্রশিক্ষকরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণে গোপালপুর উপজেলা কৃষি অফিসে কর্মরত একজন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ও ২৯জন উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ মোট ৩০জন কর্মকর্তা প্রশিক্ষণ গ্রহন করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।