নিজস্ব সংবাদদাতা :
গত ৬ নভেম্বর টাঙ্গাইলের গোপালপুরে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শনে এসে কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ হান্নান।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সচিবের পরামর্শ ও নিদের্শমত পরবর্তী কাজগুলো নির্ভূলভাবে সম্মন্ন করছে টাঙ্গাইল এলজিডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সোহেল এন্ড কুন্ডু জেভি এন্টারপ্রাইজ।
টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, সচিব মহোদয় সিড়ির রেলিং ও দেয়ালের নিচে স্কাটিং অংশে ভূল সম্পাদন করার পরামর্শ দিলে আমরা তার নির্দেশমত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। বাকী কাজগুলো অতি তাড়াতাড়ি নির্ভূল ভাবে শেষ করবো বলে আশা করছি।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুছ সোবহান তুলা বলেন, প্রানের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া সকল মুক্তিযোদ্ধা ও গোপালপুরবাসীর জন্য নির্মানাধীন এ ভবন অত্যন্ত গৌরবের। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে আমাদের অনুরোধ থাকবে, অত্যাধুনিক এ ভবনটি ক্রুটিমুক্ত উপহার দেয়ার।
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্নধার মো. সোহেল জানান, আমরা এই ভবনটি নিখঁতভাবে সম্পন্ন করতে অঙ্গীকারাবদ্ধ। টাঙ্গাইল এলজিডি ও নির্বাহী প্রকৌশলীর নির্দেশ মতোই অসম্পন্ন কাজগুলো করে যাচ্ছি।
উল্লেখ, গোপালপুর পৌরশহরের কোনাবাড়ি এলাকায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মিত হচ্ছে।