ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ২১তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত ২ নভেম্বর যোগদান করেছেন মোহাম্মদ সানোয়ার হেসেন। ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের এ মেধাবী কর্মকর্তা ইউএনও হিসেবে এটি তৃতীয় কর্মস্থল। চাঁদপুর জেলার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তার চাকুরী জীবন শুরু। দিনাজপুরের বিবিরবন্দর ও খানসামা উপজেলার সহকারী কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার সহকারী কমিশনার হিসেবেও কর্মরত ছিলেন। পরবর্র্তীতে পদোন্নতি নিয়ে নওগাঁ জেলার পৌর্ষা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। ইউএনও হিসেবে তার দ্বিতীয় কর্মস্থল পাবনা জেলার ঈস্বরদী উপজেলা।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রী রুমানা শারমিন রুমি শিক্ষাগত জীবনে এমএ। ১পূত্র ও ১ কন্যা সন্তানের জনক। পূত্র রাফসান হোসেন রাজীব ও কন্যা সামিহা হোসেন সোহেলী।