আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার ২

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে বিয়ের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় তর্কবিতর্কের জেরে মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে জখম করার অভিযোগে মামলায় দুইজনকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ। পরে গ্রেফতারকৃত দুই আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

গোপালপুর থানায় দায়ের করা এজাহারে জানা যায়, গত সোমবার (৩ জুলাই) সোনামুই গ্রামের পশ্চিমপাড়া রাসেলের বাড়িতে এক বিয়ের দাওয়াতে একই গ্রামের অসুর আলীর পুত্র আমির হোসেন (৫০) এবং আবুল কালামের পুত্র রেজাউল করিমের (৩০) তর্কবিতর্ক হয়। পরে রেজাউল করিম সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ফেরার পথে সোনামুই বাজারে পৌঁছালে আগে থেকেই উৎ পেতে থাকা ২০/২০ জনের একটি দল আমির হোসেনের নেতৃত্বে তার উপর হামলায় চালায়। এসময় বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ছোট ছেলে রিভান (২২) ও বড় ছেলে আব্দুল লতিফ (৪০) বাঁধা দিলে তাদেরকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা গুরুতর আহতের উদ্ধার করে ভুঞাপুর ও গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা স্বীকার করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মারামারির ঘটনায় থানায় দায়ের করা মামলায় সোহাগ ও মিচ্চু নামের দুই আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!