আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে যমুনা চরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

কে এম মিঠুু, গোপালপুর :
যমুনা নদী চরের চিকিৎসা বঞ্চিত প্রায় দেড় শতাধিক মানুষদের মাঝে চিকিৎসাপত্রসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার শুশুয়া আছাতুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে আমেরিকান স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওবাট হেল্পার আইএনসি’, ‘শুশুয়া ভিল’ এবং ‘হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল’ যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন রোগের রোগীকে চিকিৎসাপত্র ও ঔষধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদা খানম, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. বাহাজ উদ্দিন মিঞা, ওবাট হেল্পার আইএনসি’র পরিচালক ও শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো. মাসুম মাহবুবুর রহমান, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মোমেন প্রমুখ।

চরাঞ্চল পরিদর্শনে এসে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদা খানম বলেন, নদীর সাথে লড়াই করে টিকে থাকা চরবাসীর জীবন সত্যিই অনেক কষ্টের। তাঁদের ভাগ্য উন্নয়নসহ সন্তানদের পড়াশোনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো. মাসুম মাহবুবুর রহমান জানান, চরাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা, শিক্ষা ও খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ সবার সহযোগীতা পেলে আমরা আরও সফল্য পাবো।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!