আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

কে এম মিঠু, গোপালপুর:
গোপালপুরে জমিতে পানি দেয়ার জন্য মোটর চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই আব্দুল খালেক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল গইজারপাড়া গ্রামে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই গ্রামের মৃত মোকাদ্দেছ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল খালেক শুক্রবার বিকালে জমিতে ধানের চারা রোপনের জন্য বাড়ী থেকে বের হয়ে যায়। জমিতে পানি কম থাকায় প্রতিবেশি হবিবর রহমানের বিদ্যুতায়িত মোটর চালু করতে মেশিনঘরে প্রবেশ করে। সেখানে অন্য কোনো লোক না থাকায় নিজেই মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে প্রতিবেশি ও স্বজনরা খুঁজতে গিয়ে মেশিনঘরে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই গোপালপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে মরদেহ দাফনের অনুমতি দেন পুলিশ। শনিবার সকালে নিহতের গ্রামের বাড়ীতে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!