আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে দশ টাকা কেজি দরের ৬০ বস্তার পর ফের ৭৬ বস্তা চাল উদ্ধার

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের ৬০ বস্তা চাল উদ্ধারের একদিন না যেতেই আরো ৭৬ বস্তা চাল আটক করা হয়েছে।

গোপালপুর উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া মধ্যপাড়া গ্রামের মো. লাল মিয়ার বাড়ি থেকে প্রতিটি ৩০ কেজি ওজনের ৭৬টি চালের বস্তা উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর আগে গত মঙ্গলবার উপজেলার আলমনগর মধ্যপাড়া গ্রামের চাল ব্যবসায়ী আব্দুল কদ্দুসের বাড়িতে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির দশ টাকা কেজির চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক জানান, দুই চাল ব্যবসায়ী ফেয়ার প্রাইজের ৩০ কেজি ওজনের চালের বস্তা ক্রয় করে লাল মিয়ার বাড়িতে মজুদ করে রাখার খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে ৭৬ বস্তা চাল জব্দ করা হয়। লাল মিয়া এবং বাড়ীর লোকজন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।

তিনি আরোও জানান, আগামীকাল শনিবার উপজেলার সকল তালিকাভুক্ত ডিলারদের নিয়ে জরুরিভাবে আলোচনা সভা ডাকা হয়েছে। সভায় ডিলারদের নানামুখী নির্দেশনা দেয়া হবে। কোন ডিলার অনিয়মে সম্পৃক্তা প্রমাণিত হলে তার ডিলারশীপ বাতিল করা, আইনানুগ শাস্তির ব্যবস্থা করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে অলোচনা করা হবে।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবদুল্লাহ ইবনে হুসাইন বাদী হয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!