কে এম মিঠু, গোপালপুর :
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসার ২০২০ সালের দাখিল ও সমমনা পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজ বুধবার সকাল ১০টায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমিন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবাহান তুলা।
উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মো. আব্দুস সামাদ ও আলহাজ্ব কবির হোসেন, ভাইস প্রিন্সিপাল মো. শরাফত উল্লাহ্, প্রভাষক মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন।
শিক্ষক এস এম নূরুল ইসলামের সঞ্চালনায় বিদায় ও দোয়া মাহফিলে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।