কে এম মিঠু, গোপালপুর :
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মানব ও সমাজকল্যাণে নিবেদিত মানুষ প্রয়াত খন্দকার শাহজাহানের ৫ম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের অায়োজন করা হয়েছে।
খন্দকার শাহজাহান টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শ্রেষ্ঠ সংগঠক, উপস্থাপক, সূতী ভিএম পাইলট মডেল সরকারি হাইস্কুলের অভিভাবক প্রতিনিধি, গোপালপুর পাবলিক ক্লাবের সম্মানিত সদস্য, গোপালপুর থেকে প্রকাশিত সাহিত্যপত্র ‘আঁচড়’ পত্রিকার প্রতিষ্ঠাতা সদস্য, সাংস্কৃতিক সংগঠন ‘মেঠোপথ’ এর উপদেষ্টা ও গোপালপুর হাজী কল্যাণ পরিষদের সাবেক প্রচার সম্পাদকসহ বিশিষ্ট সমাজসেবক ছিলেন।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর বুধবার সকাল ৮:৩০ মিনিটে, পঞ্চাশ বছর বয়সে তিঁনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ঐদিন বাদ আসর সূতী ভিএম হাইস্কুল মাঠে জানাযা শেষে তাঁর গ্রাম বসুবাড়ী সামাজিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।