আজ || শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্ম-বিরতি

কে এম মিঠু, গোপালপুর :

সরকারি কোষাগার থেকে পৌর কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা প্রাপ্তি, পেনশন প্রথা চালু এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দুইদিন ব্যাপি কর্ম-বিরতি পালন করেছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে বিকেল ১টা পর্যন্ত পৌরসভা চত্বরে কর্মবিরতি পালন করে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন।

পৌর সচিব রফিকুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, রঞ্জিত কুমার ঘোষ, আবদুর রশিদ, ইকবাল হোসেন, সহিদুল ইসলাম টুটুল, আব্দুল হান্নান ভোলা, আবু হানিফ, জাহিদুল ইসলাম, ফজলুল হক, মোকাদ্দেছ হোসেন প্রমুখ।

কর্মকর্তা-কর্মচারীরা বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা-কর্মচারীরা সরকারি রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশনসহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। কিন্তু পৌরসভার পর্যাপ্ত তহবিল না থাকায় কর্মচারীদের বেতনসহ অন্যান্য সুবিধাদি নিয়মিত পাচ্ছে না।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!