আজ || শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


টাঙ্গাইলে এলেঙ্গা মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র উদ্বোধন

এম আর মিল্টন, এলেঙ্গা (কালিহাতী) থেকে :

‘খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে টাঙ্গাইলের এলেঙ্গায় প্রথম মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় সরকারি শামসুল হক কলেজ মাঠে এলেঙ্গা স্পোর্টস একাডেমীর আয়োজনে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীর পৃষ্টপোষকতায় টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ।

এলেঙ্গা স্পোর্টস একাডেমীর সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

এলেঙ্গা স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক মোল্লা মুশফিকুর মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির, উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আনসার আলী বিকম, সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম।

এলেঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বৃজ মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক খন্দকার মুজিবুর রহমান তপন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্পোর্টস একাডেমীর সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

এলেঙ্গা স্পোর্টস একাডেমীর প্রশিক্ষণ বিভাগের পরিচালক মাসুদ ভূইয়ার পরিচালনা উদ্বোধনী দিনে নবরূপা কসমেটিকস-সখিপুর স্পোর্টস একাডেমীকে ২-১ এবং মির্জা গ্রুপ-তালুকদার গ্রুপকে ২-০ গেমে পরাজিত করে। মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে এবছর ২৪টি দল অংশগ্রহণ করছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!