এম আর মিল্টন, এলেঙ্গা (কালিহাতী) থেকে :
‘খেলাধূলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে টাঙ্গাইলের এলেঙ্গায় প্রথম মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার সন্ধ্যায় সরকারি শামসুল হক কলেজ মাঠে এলেঙ্গা স্পোর্টস একাডেমীর আয়োজনে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীর পৃষ্টপোষকতায় টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ।
এলেঙ্গা স্পোর্টস একাডেমীর সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।
এলেঙ্গা স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক মোল্লা মুশফিকুর মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির, উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আনসার আলী বিকম, সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল কবীর, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম।
এলেঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল ইসলাম, বৃজ মাদকাসক্তি চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের পরিচালক খন্দকার মুজিবুর রহমান তপন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্পোর্টস একাডেমীর সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
এলেঙ্গা স্পোর্টস একাডেমীর প্রশিক্ষণ বিভাগের পরিচালক মাসুদ ভূইয়ার পরিচালনা উদ্বোধনী দিনে নবরূপা কসমেটিকস-সখিপুর স্পোর্টস একাডেমীকে ২-১ এবং মির্জা গ্রুপ-তালুকদার গ্রুপকে ২-০ গেমে পরাজিত করে। মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টে এবছর ২৪টি দল অংশগ্রহণ করছে।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩