আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


গোপালপুরে শান্তি প্রতিষ্ঠায় নবনির্বাচিত সাংসদ ‘ছোট মনির’ ফুল নিয়ে বিএনপি মহল্লায়

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে শান্তি প্রতিষ্ঠায় হামলা, ভাংচুর, রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনখারাপি বন্ধের আহ্বান জানিয়ে (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির) আজ মঙ্গলবার ইংরেজি নতুন সালের প্রথম দিনে বিএনপির ঘাটি হিসাবে পরিচিত পৌর শহরের আভূঙ্গী মহল্লায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি মিডিয়াকর্মীদের জানান, স্থানীয় বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ, নির্বাচনোত্তর সহিংসতা এবং বেশকিছু খুনের ঘটনায় সারাদেশ জুড়ে সন্ত্রাসের জনপদ হিসাবে গোপালপুর উপজেলার যে বদনাম, তার অবসান চান তিনি। পৌর শহরের এই আভূঙ্গী মহল্লার প্রায় বাসিন্দাই বিএনপির সমর্থক ও কর্মী। বিগত দিনে গোপালপুরে বিএনপি ও আওয়ামীলীগের মারামারি, সংঘর্ষ ও দাঙ্গা-ফ্যাসাদে এ মহল্লার বিএনপির কর্মীরাই মূখ্য ভূমিকা পালন করেছে। মহল্লার অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ার কারণে এরা সব সময় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত থাকে।

তিনি বলেন, ‘‘আমরা আর কোন সংঘাত চাই না। গোপালপুরে শান্তি বিরাজমান রেখে, আমাদের সকল বদনাম মুছিয়ে দিতে, সবাই মিলে আমরা কাজ করে যাবো। এখন থেকে ফুল বিনিময় হবে। ভালোবাসা বিনিময় হবে। আজ নববর্ষের দিনে ফুল নিয়ে আমি আপনাদের আভূঙ্গী মহল্লায় এসেছি। আমি সকলের সহযোগিতায় গোপালপুরকে সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করতে চাই।’’

গোপালপুর উপজেলার পরিবর্তনে শান্তির বারতায় বিএনপির কর্মীসমর্থকদের ঘরের দুয়ারে নবনির্বাচিত সাংসদ ফুল নিয়ে হাজির হওয়ার এমন পদক্ষেপকে পৌরবাসিরা শুভদৃষ্টিতে স্বাগত জানিয়েছেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিকসহ দলীয় নেতাকর্মী ও মিডিয়াকর্মীরা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!