কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে শান্তি প্রতিষ্ঠায় হামলা, ভাংচুর, রক্তক্ষয়ী সংঘর্ষ ও খুনখারাপি বন্ধের আহ্বান জানিয়ে (গোপালপুর-ভূঞাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান (ছোট মনির) আজ মঙ্গলবার ইংরেজি নতুন সালের প্রথম দিনে বিএনপির ঘাটি হিসাবে পরিচিত পৌর শহরের আভূঙ্গী মহল্লায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি মিডিয়াকর্মীদের জানান, স্থানীয় বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে হানাহানি, রক্তক্ষয়ী সংঘর্ষ, নির্বাচনোত্তর সহিংসতা এবং বেশকিছু খুনের ঘটনায় সারাদেশ জুড়ে সন্ত্রাসের জনপদ হিসাবে গোপালপুর উপজেলার যে বদনাম, তার অবসান চান তিনি। পৌর শহরের এই আভূঙ্গী মহল্লার প্রায় বাসিন্দাই বিএনপির সমর্থক ও কর্মী। বিগত দিনে গোপালপুরে বিএনপি ও আওয়ামীলীগের মারামারি, সংঘর্ষ ও দাঙ্গা-ফ্যাসাদে এ মহল্লার বিএনপির কর্মীরাই মূখ্য ভূমিকা পালন করেছে। মহল্লার অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ার কারণে এরা সব সময় রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত থাকে।
তিনি বলেন, ‘‘আমরা আর কোন সংঘাত চাই না। গোপালপুরে শান্তি বিরাজমান রেখে, আমাদের সকল বদনাম মুছিয়ে দিতে, সবাই মিলে আমরা কাজ করে যাবো। এখন থেকে ফুল বিনিময় হবে। ভালোবাসা বিনিময় হবে। আজ নববর্ষের দিনে ফুল নিয়ে আমি আপনাদের আভূঙ্গী মহল্লায় এসেছি। আমি সকলের সহযোগিতায় গোপালপুরকে সমৃদ্ধ উপজেলা হিসেবে গঠন করতে চাই।’’
গোপালপুর উপজেলার পরিবর্তনে শান্তির বারতায় বিএনপির কর্মীসমর্থকদের ঘরের দুয়ারে নবনির্বাচিত সাংসদ ফুল নিয়ে হাজির হওয়ার এমন পদক্ষেপকে পৌরবাসিরা শুভদৃষ্টিতে স্বাগত জানিয়েছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিকসহ দলীয় নেতাকর্মী ও মিডিয়াকর্মীরা।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩