আজ || সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


নৌকার জয় নিশ্চিতে আওয়ামী লীগের প্রাণ ছাত্রলীগকে মাঠে কাজ করতে হবে: শোভন

গোপালপুর বার্তা ডেক্স :

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘আওয়ামী লীগের প্রাণ হচ্ছে ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হচ্ছে ছাত্রলীগ, বাংলাদেশ জন্মের সাথে ছাত্রলীগের গৌরব উজ্জল ইতিহাস গাথা রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে নেতৃত্বদানকারি সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য ছাত্রলীগকে মাঠে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়ন দৃশ্যমান করেছে সারা বিশ্ববাসী আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ছাত্রলীগের কিছু কিছু ভুল কাজের জন্য সরকার ও বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই ছাত্রলীগকে আরো বেশি সুসংগঠিত হতে হবে। সাধারণ মানুষের সাথে ভাল ব্যবহার করতে হবে, সরকারের উন্নয়নের কথা সর্বত্র ছড়িয়ে দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বিএনপি জামায়াত ও তাদের দোসররা যে গভীর ষড়যন্ত্র করছে, তাদের সে ষড়যন্ত্র প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে আরো বেশি সংগঠিত হতে হবে ও দলীয় কোন্দল থেকে সবাইকে বিরত থাকতে হবে। আগামী সংসদ নির্বাচনে আবার নৌকার বিজয় নিশ্চিত করতে চাইলে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি জামায়াতকে দুর্বল ভাবলে ভুল হবে, তারা রাজপথে না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টুইটার ও সাইবারে তারা আওয়ামী লীগের চেয়ে অনেক শক্তিশালী। তাই ছাত্রলীগকে এ বিষয়ে আরো সচেতন হতে হবে।’

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহার আহমেদ।

জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেল, যুগ্ম আহ্বায়ক রনি আহমেদ, শাফিউল আলম মুকুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, মহিলা বিষয়ক সম্পাদক জেবুনেচ্ছা চায়না, শহর আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ মিজানুর রহমান লিটন, মহিলা সম্পাদক শাহীন আরা মিষ্টু, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ ও ছাত্রলীগ আহ্বায়ক মনজুরুল হক ফরিদসহ জেলা ছাত্রলীগ ও বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!