কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে স্থানীয় সরকারি সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার বিকালে জামালপুর জেলা একাদশ বনাম গোপালপুর উপজেলা একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর খেলোয়ার কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা, থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, সূতী ভিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম রফিকুল ইসলাম, ক্রীড়াবিদ তোরাপ আলী শিকদার, শিক্ষক শামছুল হক ও গোলাম রায়হান বাপন প্রমূখ।
খেলায় গোপালপুর উপজেলা একাদশ জামালপুর জেলা একাদশকে ১-০ গোলে পরাজিত করে। পরে প্রধান অতিথি উভয় দলকে বিজয় ট্রফি তুলে দেন। এ সময় তিনি গোপালপুর পৌরসভার প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে একটি করে ফুটবল উপহার দেন।