কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে পরীক্ষা হলে অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার পৌরশহরের নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালীন সময়ে ইনভিজিলেটরকে ভয়ভীতি দেখিয়ে অসদুপায় অবলম্বন করতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন মো. আমিন ইসলাম এবং মেহেদী হাসান নামের দুই পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে প্রত্যেকে এক বছরের জন্য বহিস্কার করেন।