কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ শতাধিক দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ ঔষধ প্রদান করা হয়েছে।
আজ শনিবার দিনব্যাপী পৌরসভা কার্যালয়ে সিরাজগঞ্জ খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজের ডাক্তারগণ ডা. শাহীন অধ্যায়ন চক্রের আয়োজনে ডক্টরস এন্ড মেডিক্যাল স্টুডেন্টস অফ টাঙ্গাইলের সহযোগিতা এবং পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ সেবা প্রদান করা হয়।
উদীচী শিল্পী গোষ্ঠী গোপালপুর শাখার সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রকিবুল হক ছানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডা. শহীদুর রহমান শাহীন, শিক্ষাবিদ অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক অমূল্য চন্দ্র বৈদ্য, হেমনগর ইউপি চেয়ারম্যান রওশন খান আইয়ুব, পৌর কাউন্সিলর আল মামুন, ব্যবসায়ী সুভাষ চন্দ্র কুন্ড, মো. সবুজ, সাংবাদিক মো. সেলিম হোসেন প্রমূখ।