কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুরে আকস্মিক অগ্নিকান্ডে বসতভিটা ও ঔষধ ফার্মিসী ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত এগারোটার দিকে পৌরশহরের পালপাড়া এলাকায় মৃত আসোতোষ চন্দ্রপালের ছেলে অসিম চন্দ্র পালের বাসায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে একটি ঔষধের ফার্মিসী ও বাসার সকল আসবাবপত্র, স্বর্ণালংকার এবং নগদটাকাসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে মশার কয়েল জ্বালিয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে। হঠাৎ আগুনের তাপে ঘুম ভেঙ্গে দেখে সারা ঘরে দাঁউ দাঁউ করে আগুন জ্বলছে। অসিম চন্দ্র পাল দ্রুত স্ত্রী-পুত্রকে নিয়ে ঘর থেকে বের হয়ে ডাকচিৎকার শুরু করলে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ধনবাড়ী ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণ করেন।