কে এম মিঠু, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুর পৌরশহরের ডুবাইল গ্রামের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মো. হোসেন আলী তোতাকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ মঙ্গলবার ২৮ মার্চ বাদ আসর ডুবাইল ইমামবাড়ী দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় বাংলাদেশ পুলিশ আনুষ্ঠানিকভাবে তাঁকে রাষ্ট্রীয় মার্যাদা দেয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা, সাবেক কমান্ডার ও জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মো. হোসেন আলী তোতা (৬৫) আজ মঙ্গলবার সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি এক স্ত্রী, চার ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।