টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহাসিক জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ ৩ নভেম্বর বিকেলে গোপালপুর শহর যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতাকে স্মরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শহর যুবলীগের আহ্বায়ক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জুব্বার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদ, দপ্তর সম্পাদক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বিমান, আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল কবীর।