কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
শারদীয় দূর্গাপুজা ২০১৬ উদযাপন উপলক্ষে গতকাল ৩ অক্টোবর দুপুরে গোপালপুর উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা ও পূজা উদযাপন কমিটির নিকট সরকারি অনুদান প্রদান করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, হিন্দুবৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি হরিপদ দে মঙ্গল, সম্পাদক সুভাস চন্দ্র কুন্ডু প্রমুখ।
এবার উপজেলার মোট ৩৫টি পূজা মন্ডপের জন্য সরকারি অনুদান হিসেবে ৫০০ কেজি করে চাউল প্রদান করা হয়।