কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :
’সন্ত্রাস নয়, জঙ্গীবাদ নয়- এসো ঐক্য ও সম্প্রীতির স্বদেশ গড়ি’ শ্লোগানে গতকাল রবিবার নির্বাচনী সহিংসতা প্রতিরোধে নাগরিক ও সুজন-সুশাসনের জন্য নাগরিক এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোপালপুর থানা ব্রীজ চত্ত্বরে মানববন্ধন ও শান্তি পদযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গোপালপুরে বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশ গ্রহন করেন। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন হেমনগর ইউপি চেয়ারম্যান ও গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব, কমিউনিটিং পুলিশের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রতর্বী, সুজন সভাপতি অধ্যাপক অমুল্য চন্দ্র বৈদ্য, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক কমা-ার সমরেন্দ্র নাথ সরকার বিমল, থানা মসজিদের ইমাম মাওলানা আবুল খায়ের, সাবেক শিক্ষক শামছুল হক, সুজন সম্পাদক মাহবুব সরকার আতিক, কবি আব্দুছ সাত্ত্ার পলাশী, গোপালপুরবাসী গ্রুপ এডমিন আতাউর মিতুল, আসাদুল হক মাসুম, কে এম মিঠু ও রানা সরকার, সোহান প্রমুখ।
মানববন্ধন শেষে থানা চত্ত্বর থেকে এক শান্তি পদযাত্রা স্থানীয় বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন আঙ্গুর তালুকদার রোডে এসে শেষ হয়।
কে এম মিঠু
গোপালপুর, টাঙ্গাইল।
তারিখ : ০২ অক্টোবর, ২০১৬ খ্রি.
মোবাইল : ০১৭৬৪৯২৭০৩৩