নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুর কলেজ সরকারিকরণের পূর্বোক্ত ঘোষণা বহালের দাবি ও মেহেরুন্নেছা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ গত সোমবার পৌরশহরে হরতাল পালন করে। ভোর ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরতালের সময় সকল যান চলাচল বন্ধ ছিল। শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি। হরতালের সমর্থনে আওয়ামীলীগের কর্মীসমর্থক এবং কলেজের শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। উল্লেখ্য ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত গোপালপুর কলেজেকে বাদ দিয়ে জোট সরকারের সাবেক উপমন্ত্রী গ্রেনেড হামলায় অন্তরীন আব্দুস সালাম পিন্টু প্রতিষ্ঠিত মেহেরুনেচ্ছা মহিলা কলেজ সরকারিকরণের প্রতিবাদে আওয়ামীলীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আওয়ামীলীগের স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামানের ডিও লেটার এবং তদবিরে কলেজ সরকারিকরণ হওয়ায় দলীয় সাংসদের এ বিতর্কিত কাজের প্রতিবাদ জানাতে গোপালপুর উত্তাল হয়ে উঠে এবং টানা তিন দিন ধরে বিক্ষোভ মিছিল, সমাবেশ, সড়ক অবরোধ ও হরতাল কর্মসূচি চলে।