নিজস্ব সংবাদদাতা :
টাঙ্গাইলের গোপালপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার আয়োজনে বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে স্থানীয় সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ’আইনের সুষ্ঠু প্রয়োগই দুর্নীতি দমনে মূখ্য ভূমিকা রাখতে পারে’ বিষয়ের উপর বিতর্কে চারটি স্কুল ও ’দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ’ বিষয়ের উপর রচনা প্রতিয়োগিতায় উপজেলার বিভিন্ন স্কুল অংশ গ্রহন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক টাঙ্গাইল শাখার সহকারী পরিচালক একেএম নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর, গোপালপুর কামিল মাদরাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার, গোপালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সূতী ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহসভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, অধ্যাপক হাবিবুর রহমান, দুপ্রক সম্পাদক আলহাজ শামছুল হক, প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার ও শামীমা ইয়াসমিন প্রমূখ।
পরে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।