নিজস্ব সংবাদদাতা :
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬
গোপালপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হাঙ্গামা, বাড়িঘর ভাংচুর, বিদ্রোহী প্রার্থীকে মারপিট করার ঘটনা ঘটেছে। ফলে সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হেমনগর বাজারে নৌকা প্রতীক প্রার্থী আনিসুর রহমান হীরার কর্মীদের সাথে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের রওশন খান আইয়ুবের কর্মীদের সংঘর্ষে ১০ জন আহত হয়। আনিসুর রহমান রহমান হীরা অভিযোগ করেন দল থেকে বহিস্কৃত প্রার্থী রওশন খান আইয়ুবের কর্মীরা তার বাসাবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। অপরদিকে রওশন খান আইয়ুব অভিযোগ করেন নৌকা প্রতীক প্রার্থী আনিসুর রহমান হীরার কর্মীরা হামলা চালিয়ে তার ৬ কর্মীকে মারধোর করেছে। সংঘর্ষের ছবি তুলতে গিয়ে স্থানীয় সাংবাদিক সোহেল রানা আহত হয়। তার মোটর সাইকেল ভাংচুর এবং ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। এদিকে নৌকা মার্কার কর্মীদের হামলায় হাদিরা ইউনিয়নে আওয়ামীলীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম নিক্সন এবং হোসাইন মোহাম্মদ রাসেল আহত হয়।