নিজস্ব সংবাদদাতা :
গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘উন্নয়নের পাসওয়ার্ড আমাদের হাতেই’ স্লোগানে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে আজ ৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় গোপালপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
কর্মসূচী উপলক্ষে স্থানীয় স্বাধীনতা কমপ্লেক্সে ডিজিটাল মেলার ১৪টি স্টলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমা আশরাফী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুদিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহর উদ্বোধন করেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। আলোচনা সভায় অংশ নেন পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, গোপালপুর কলেজ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ প্রমুখ।
পরে অতিথি বৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমা আশরাফী জানান, আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দু’দিন এ মেলা চলবে।