সলোমন দ্বীপপুঞ্জে রিখটের স্কেলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সেখানে তিন মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।
সলোমন দ্বীপপুঞ্জের অন্তর্গত সান্তা ক্রুজ দ্বীপপুঞ্জের ৫ দশমিক ৮কিলোমিটার গভীরে বুধবার গ্রিনিচ সময় ১টা ১২ মিনিটে ভূমিকম্পটির উৎপত্তি হয়বলে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে। ভূমিকম্পটির উপকেন্দ্রের কাছাকাছি সুনামি বিধ্বংসী আকার ধারন করতে পারে বলে ইউএসজিএস জানিয়েছে।এরআগে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র সলোমনদ্বীপপুঞ্জ, ভানুয়াতু, নাইরু, পাপুয়া নিউগিনি, টুভ্যালু, নিউক্যালেডোনিয়া, কসরে, ফিজি, কিরিবাতি, ওয়ালিস ,ফুটুনা দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইন্দোনেশিয়াতে সুনামি সতর্কতা জারি করে।তবে, অস্ট্রেলিয়ান আবহাওয়া অধিদপ্তর পরবর্তীতে দেশটিতে সুনামি সতকর্তা প্রত্যাহার করেছে।এদিকে, ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়া অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, ২০০৭ সালে সলোমন দ্বীপপুঞ্জে ৮.১ মাত্রার ভূমিকমম্পের পর সুনামিতে ৫২ জন নিহত হন। এতে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়।