গোপালপুর গোপালপুর বার্তা ডেক্স :
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করতে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে টাঙ্গাইলের গোপালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারী) উপজেলার নগদাশিমলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে নগদাশিমলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগদা শিমলা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান শামীম (ভিপি)।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সহসভাপতি আবু ঈশা মুনিম, উপজেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মো. হাতেম আলী মিয়া, সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবু, সিনিয়র সহসভাপতি মো. মোকলেছুর রহমান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নগদাশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু, সাধারণ সম্পাদক আনসার আলী সাগর, উপজেলা কৃষক দলের তথ্য-গবেষণা সম্পাদক মুক্তার হোসেন জীবন প্রমুখ।
সমাবেশে উপস্থিত কৃষকগণ, সময়মতো সার, বীজ না পাওয়াসহ বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং কৃষকের সন্তানকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরি দেয়া এবং ঋণ দিয়ে বিদেশে পাঠানোর দাবি করেন। এসময় বিএনপি নেতারা বলেন কৃষকের সমস্যা নিয়ে কেন্দ্রের সাথে আলোচনা করবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।