গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে ধোপাকান্দি ইউনিয়ন জাসাসের সম্মেলন ও কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ধোপাকান্দি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ধোপাকান্দি ইউনিয়ন জাসাস আয়োজিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
উপজেলা জাসাস আহবায়ক শাহনূর আহমেদ সোহাগের সভাপতিত্বে এবং সদস্য সচিব খন্দকার শরিফের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে কমিটি ঘোষণা করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম লেলিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা দল সভাপতি নাজমা পারভীন, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ প্রমুখ।
সম্মেলনে নুরুল ইসলাম মাষ্টারকে সভাপতি ও সাদিকুল ইসলামকে সম্পাদক ঘোষণা করে আরও বক্তব্য রাখেন শহর জাসাস আহবায়ক আমিনুল ইসলাম, ধোপাকান্দি ইউনিয়ন বিএনপি সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা জাসাস যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোপাকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মজিদ। এ সময় গান পরিবেশন করেন বিশিষ্ট গীতিকবি ও কন্ঠশিল্পী জাহিদ সাঁই, হাদিরা ইউনিয়ন জাসাসের আহবায়ক তরুন, সম্পাসহ অনেকে।