গোপালপুর বার্তা ডেক্স :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাতুটিয়া হাউলভাঙ্গা ‘কল্যাণের শপথ সেবা সংঘ’ এর কমিটি গঠন করা হয়েছে। এতে মাসুদ করিমকে সভাপতি ও শাকিল শাহীনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধক্ষ্য রাসেল রানা, প্রচার সম্পাদক সোহাগ মিয়া, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল সম্পা, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা সুলতানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, কার্যকারী সদস্য কামরুজ্জামান তালুকদার ও কবির হোসেন।
উল্লেখ, সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।