ডেক্স নিউজ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইলের গোপালপুরে এক কর্মী সম্মেলন করেছে। আলমনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উদ্যোগে মঙ্গলবার সকালে নবগ্রাম দাখিল মাদরাসায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
আলমনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. রফিকুল ইসলাম বাদশার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন গোপালপুর উপজেলা আমির মো. হাবিবুর রহমান তালুকদার। সম্মেলনে দারসুল কোরআন তেলোয়াত করেন নবগ্রাম বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মানসুর রহমান।
বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রোকন শেখ ফরিদ, নবগ্রাম উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ ইউসুফ আলী, শ্রমিক কল্যাণ ফ্রেডারেশনের সভাপতি ওবায়দুল্লাহ ও সাধারণ সম্পাদক ওসমান গণি (অব. সেনা সদস্য), অগ্রসর কর্মী মোস্তাফিজুর রহমান ফরহাদ ও শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।