আজ || রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
শিরোনাম :
  গোপালপুরে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা       ধনবাড়ি মডেল প্রেসক্লাবে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও দোয়া       গোপালপুরে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট       টাঙ্গাইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিল উজ্জামান       গোপালপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ       গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন সালাম পিন্টু       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ       গোপালপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত       গোপালপুরে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল       গোপালপুরে প্রতিপক্ষের হামলায় ১২ মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত    
 


সেনাবাহিনী থাকবে ২৪ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি : ইসি সচিব

গোপালপুর বার্তা রিপোর্ট :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর থেকে মাঠে সেনা মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

হেলালুদ্দীন আহমেদ বলেন, ‘ইসি সিদ্ধান্ত নিয়েছে, ২৪ ডিসেম্বর সেনাবাহিনী মোতায়েন করা হবে। তারা ২ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২২ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন হবে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। শনিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের নিবন্ধিত শরিক দলের প্রার্থীদের পোস্টারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘নিবন্ধিত কোনও দলের প্রার্থী তাদের জোটের প্রতীক ব্যবহার করতে পারলেও তার দলের প্রধানের ছবি পোস্টারে ব্যবহার করতে পারবে না। যারা দলের মনোনীত প্রার্থী তারাই কেবল দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে।’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির একটি প্রতিনিধি দল ইসিতে চিঠি দিয়ে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থীদের পোস্টারে খালেদা জিয়ার ছবি ব্যবহারের অনুমতি চায়।

আজকের আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে কেউ কেউ সুপারিশ করেছেন মিডিয়াকে নিয়ন্ত্রণে রাখার। আপনাদের ভাবনা কী- এমন প্রশ্নে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এখানে আসলে নিয়ন্ত্রণ বলা যাবে না। তারা বলেছেন, কার্ড ছাড়া যেন কোনও সাংবাদিক ভোটকেন্দ্রে প্রবেশ না করে। কারণ, অনেকগুলো অনলাইন পত্রিকা আছে, যারা ভুয়া। তারা যেন কেন্দ্রে প্রবেশ করার সুযোগ না পায়। সেই বিষয়ে তারা মত দিয়েছেন। কারণ তারা (ভুয়া সাংবাদিক) যে ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাই করবে না এমনটা তো বলা যাবে না।’

তিনি বলেন, ভোটকেন্দ্র সাংবাদিকদের প্রবেশে বাধা নেই, তবে ভিডিও করা যাবে না। এক্ষেত্রে সাংবাদিকদের অবশ্যই অফিসের নিয়োগপত্র ও আইডি কার্ড দিয়ে সাংবাদিক পরিচয়পত্র নিতে হবে ইসির সংশ্লিষ্ট অফিস থেকে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!