নিজস্ব সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে ভূয়া ভোটারে ভূয়া প্রার্থী সাজিয়ে পরিচালনা পরিষদের নির্বাচন করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা শারমীন গতকাল শনিবার এক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন তফশীল বাতিল ঘোষণা করেছেন।
জানা যায়, উপজেলার ভাদুড়িরচর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে গত শুক্রবার ছিল মনোনয়নপত্র দাখিলের দিন। অভিযোগে বলা হয়, মনোনয়নপত্র দাখিল করতে গেলে ইউপি মেম্বার সবুর হোসেন ও আওয়ামীলীগকর্মী এবং হাদিরা ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের পুত্র কামরুল ইসলামের নেতৃত্বে একদল সন্ত্রাসী ৬ জনের মনোনয়ন পত্র কেড়ে নেয়। তাদেরকে শারীরিকভাবে লাঞ্জিত করে। শুধুমাত্র বাহামভূক্ত কয়েক জনের মনোনয়ন পত্র দাখিলের সুযোগ দেয়। লিখিত অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নির্বাচন তফশীল বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং অফিসার এবং সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুনঃ তফশীল ঘোষণা করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। স্কুলের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেন।