নিজস্ব সংবাদদাতা :
গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম আজ সোমবার ক্ষমতা গ্রহন করেছেন। ঐ ইউনিয়নের চাতুটিয়া গ্রামে অবস্থিত ইউনিয়ন পরিষদ ভবন মিলনায়তনে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক চেয়ারম্যান মৌলভী আব্বাস উদ্দীন ওরফে আব্দুর রশীদ এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা জামাল, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, সংরক্ষিত আসনের মহিলা সদস্য নাসরিন জামান, ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।
পরে আওয়ামী লীগ মনোনিত ও নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেমের নিকট ক্ষমতা হস্তান্তর করেন সাবেক চেয়ারম্যান মৌলভী আবাস আলী রশীদ।